অনির্বাণ দাস: এবারও আইএসএলের প্লে অফ খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। অঙ্কের হিসেবে একটা ক্ষীণ সম্ভাবনা আছে ঠিকই কিন্তু তার জন্য শেষ পাঁচটা ম্যাচ জিততে হবে লাল-হলুদকে! শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পয়েন্ট নষ্ট করার দিকে। অস্কার ব্রুজোর টিমের ধারাবাহিকতার যে হাল, তাতে এই পরিস্থিতি থেকে প্লে অফ খেলা আর দিবাস্বপ্ন দেখা প্রায় একই ব্যাপার। এই হারের সুবাদে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ফের লিগের ১১ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-সব সংগঠন এক ছাতার তলায় আসাতেই সাফল্য
যে দলটা আগের ম্যাচে মুম্বইয়ে বিরুদ্ধে অসাধারণ খেলেছিল, সেই দলকে শনিবার যুবভারতীতে চেনাই গেল না! অনেকদিন পর চোট সরিয়ে এদিন মাঠে নেমেছিলেন সাউল ক্রেসপো। যতক্ষণ মাঠে ছিলেন, হেঁটে বেড়ালেন! একটা ভাল পাস দেওয়া তো দূরের কথা, উল্টে সহজ সুযোগ নষ্ট করে দলকে ডোবালেন। হেক্টর ইউস্তেও তথৈবচ। ১৩ মিনিটেই নিশু কুমারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল লাল- হলুদ। কোনর শিল্ডের ব্যাকহিল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ালেন নিশু। ২১ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। এবার চেন্নাইয়ের ইরফান ইয়াদওয়াদের ক্রসে পা ছুঁইয়ে গোল করে গেলেন উইলমার জর্ডন গিল। লালচুংনুঙ্গা ধরতেই পারলেন না কলম্বিয়ান স্ট্রাইকারকে। দু-গোলে পিছিয়ে পড়ে আরও বেশি এলোমেলো ফুটবল খেলতে থাকেন অস্কারের ছাত্রেরা।
আরও পড়ুন-কৃষকদের প্রযুক্তিনির্ভর উৎপাদনে বাংলা কৃষিতে দেশসেরা : শোভনদেব
দ্বিতীয়ার্ধে অবশ্য ইস্টবেঙ্গলের খেলার কিছুটা মরিয়া ভাব দেখা গিয়েছে। প্রথমার্ধে নাওরেম মহেশকে খুঁজে পাওয়া যায়নি। তবে বিরতির পর গা-ঝাড়া দিয়ে খেলতে থাকেন মহেশ। ওই সময় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অবিশ্বাস্য ভাবে পরপর দুটি গোলের সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ। ৫৫ মিনিটে নিশুর ভাসানো ক্রস বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন সাউল। কিন্তু গোটা যুবভারতীতে উপস্থিত ইস্টবেঙ্গল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে বাইরে মারেন স্প্যানিশ মিডফিল্ডার। তিন মিনিট পরেই লালচুংনুঙ্গার অসাধারণ লম্বা পাস ধরে তীব্র গতিতে চেন্নাই বক্সে ঢুকে পড়েছিলেন রিচার্ড সেলিস। কিন্তু বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও বাইরে মেরে সহজ সুযোগ নষ্ট করেন ভেনেজুয়েলা জাতীয় দলের প্রাক্তনী। তবে এই সুযোগ নষ্ট ছাড়া মাঠ জুড়ে খেলেছেন সেলিস। এবং পিভি বিষ্ণু। দুরন্ত গতিতে বারবার বিপক্ষ ডিফেন্ডারদের চাপে রাখলেন তিনি। কোন সময় পাস বাড়াতে হবে এই বোধ যদি রপ্ত করতে পারেন, তাহলে তাঁকে আরও ধারালো দেখাবে। দলও উপকৃত হবে।
গোলের জন্য মরিয়া অস্কার মাঠে নামিয়ে দেন গতকালই শহরে পা রাখা নতুন বিদেশি মেসি বাউলিকে। তিনি তো আর লিওনেল মেসি নন! তবে ক্যামেরুনের স্ট্রাইকার চেষ্টার ত্রুটি করেননি। উল্টে শেষদিকে লাল-হলুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী চিমাচুকু। এর কয়েক মিনিট আগেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন লালচুংনুঙ্গা। পরের ম্যাচে তিনি নেই।