প্রতিবেদন : কোনওভাবেই কর্মবিরতি সমর্থন করে না ফেডারেশন। ইন্ডাস্ট্রিতে কর্মবিরতি হওয়া একেবারেই কাম্য নয়। এতে প্রচুর টেকনিশিয়ান ক্ষতিগ্রস্ত হন। রবিবার টলিপাড়ার পরিচালক বনাম ফেডারেশন বিরোধ নিয়ে সাফ জানালেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ((Swaroop Biswas)। তিনি বলেন, আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে চাই। কিন্তু কাজ যেন বন্ধ না হয়। এদিকে এদিন রাতে বিজ্ঞপ্তি দিয়ে সোমবার থেকে জটিলতা না কাটা পর্যন্ত বাংলা ভাষার পরিচালকদের কর্মবিরতিতে যাওয়ার অনুরোধ জানিয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।
আরও পড়ুন: জামিনে শুধু তথ্য নয়, কাজে লাগান বিবেকও : ডি চন্দ্রচূড়
ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas) আরও জানিয়েছেন, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসে জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে হবে। ফেডারেশন সেই নির্দেশকেই মান্যতা দেয়। নো ওয়ার্ক নো পে-এর জন্য কাজ না হলে টেকনিশিয়ানরা পয়সা পান না। সেটা কোনওভাবেই কাম্য নয়। এদিকে রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বিবাদে মধ্যস্থতায় নেমেছে আর্টিস্ট ফোরামও। রবিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের তরফে জানানো হয়েছে, শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার তৈরি হয়েছে এবং তার ফলে কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কোনওভাবেই শুটিং ব্যাহত হোক চাই না। পাশাপাশি, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানানো হয়েছে ওই বিবৃতিতে।