বিভেদের রাজনীতি রোখার অঙ্গিকার

শনিবার কোচবিহারের চিলকিরহাটের কান্তেশ্বরী স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

Must read

সংবাদদাতা, কোচবিহার : উন্নয়ন না করে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। কিন্তু বাংলায় এসব মেনে নেবেন না। এর জবাব দেবেন। শনিবার কোচবিহারের চিলকিরহাটের কান্তেশ্বরী স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, মানুষের মানুষের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে বিজেপি। এর জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একসঙ্গে নিয়ে চলতে চান।

আরও পড়ুন-খালবিল উৎসবের সূচনায় ২১ বছর মুখ্যমন্ত্রীর লেখা থিম সং

সেখানে বিজেপি বিভেদ করছে। আমরা পশ্চিমবাংলার মানুষ। সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে ভালবাসি। আমরা জাতের বিভেদ করতে দেব না। যারা জাতির মধ্যে বিভেদ করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এদিনের এই সভায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও আলিপুরদুয়ারে সোনার দোকানের চুরির মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে, বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ সভায় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের প্রস্তুতিসভা সেরে মহিলাদের দুয়ারে মন্ত্রী

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৯টি অঞ্চলের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, অভিজিৎ দে ভৌমিক, পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহমেদ, কমলেশ অধিকারী, শুচিস্মিতা দেবশর্মা, খোকন মিঞা, অনির্বাণ সরকার, সায়নদীপ গোস্বামী, বিমলকুমার রায়-সহ অন্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, নিশীথ প্রামাণিক যে আলিপুরদুয়ারের সোনার দোকানে ডাকাতির মামলার আসামি তার নিরাপত্তা দেয় বিএসএফ। আর আমার গ্রামের গরিব মানুষ যিনি জমিতে তামাক চাষ করতে যায় তাদের নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে।

Latest article