প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরাসরি চলে যাচ্ছে জঙ্গিদের হাতে! এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, একটি জঙ্গি সংগঠন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির অর্থ নাশকতার কাজে লাগাতে চাইছে। এই টাকায় অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল কয়েকজন জঙ্গি। দিল্লি পুলিশ সাম্প্রতিক একটি ঘটনার তদন্তে নেমে রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তাকারীদের হাতে।
আরও পড়ুন-বাংলার মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে
তদন্তকারীরা জানতে পারেন, ধৃতদের মধ্যে দু’জন পিএম কিষাণ সম্মাননিধির টাকা তুলে ঝাড়খণ্ডের একটি জঙ্গি সংগঠনকে দিয়েছে। এই মর্মে দিল্লি পুলিশের পক্ষ থেকে সম্প্রতি একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে পাতিয়ালা হাউস কোর্টে। এ-বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা এজেন্সিগুলিও। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা সরাসরি দেশ-বিরোধী জঙ্গিকার্যকলাপে কাজে লাগছে, তা উদ্বেগজনক। এমন ঘটনা আগে ঘটেনি। এই প্রথম সামনে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এই পরিস্থিতিতে নগদ টাকা প্রদানের প্রকল্পগুলি নিয়ে সরকার চিন্তিত। শুধু টাকা হাতানোই নয়, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। কারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা জঙ্গিদের হাতে তুলে দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ঝাড়খণ্ডের জঙ্গি সংগঠনটির নাম প্রকাশ করেনি। সিল করা খামে আদালতে রিপোর্ট পেশ করেছে পুলিশ। উল্লেখ্য, পিএম কিষান সম্মাননিধি প্রকল্পে কেন্দ্রীয় সরকার কৃষকদের বছরে ছ’হাজার টাকা করে অর্থ সাহায্য দিয়ে থাকে। সেই টাকাই কৃষকদের অ্যাকাউন্টে না গিয়ে জঙ্গিদের হাতে চলে যাচ্ছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…