অনুপ্রবেশের জন্য শাহর মুন্ডু কাটা উচিত প্রধানমন্ত্রীর : মহুয়া

এদিন নিজের ভাষণে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রের বিজেপি সরকার ও মোদি-শাহ জুটিকে আক্রমণ করেন।

Must read

সংবাদদাতা, নদিয়া : নদিয়া জেলার পাট্টাবিলি অনুষ্ঠান হল কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে। এদিন নিজের ভাষণে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রের বিজেপি সরকার ও মোদি-শাহ জুটিকে আক্রমণ করেন।

আরও পড়ুন-পুজোয় তিনটি নয়া জয় রাইড

বলেন ‘প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দিয়ে বলছিলেন, বাংলায় অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা, এর জন্যই ভারতের জনবিন্যাস বদলে যাচ্ছে, মহিলাদের দিকে কুনজর দিচ্ছে। ভারতের মানুষের জমি এবং রোজগার কেড়ে নিচ্ছে মুসলিমরা। যখন প্রধানমন্ত্রী এই কথা বলছেন, পাশে বসে হাসিমুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাততালি দিচ্ছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীর উচিত প্রথমেই অমিতের মাথাটা কেটে টেবিলে পেশ করা। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব বিএসএফের যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া উচিত। মহুয়া আরও বলেন, এককালে আমরা অবিভক্ত বাংলায় ছিলাম। ১৯৭১ থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিজেপি-শাসিত রাজ্যগুলো বলছে বাংলাদেশিদের সবাই নাকি খারাপ মানুষ, ভারতীয়দের ধ্বংস করছে। মহুয়ার প্রশ্ন, বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশিরা সবাই খারাপ এ কেমন তথ্য!

Latest article