পকসো মামলা : সাজা হল একবছরের মধ্যেই

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : দ্রুত চার্জশিট পেশ করেছিল পুলিশ। পকসো মামলায় (POCSO case) মাত্র এক বছরের মধ্যেই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করল আদালত। জলপাইগুড়ির কোতোয়ালি থানার অধীনে অভিযুক্ত আজিদার রহমানকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগী শিশুর জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন জলপাইগুড়ি জেলা আদালতের এডিজে দ্বিতীয় আদালত। গত বছরের ৩ অক্টোবর জলপাইগুড়ির পাহাড়পুরের ডিংপাড়ায় ৯ বছরের বালিকাকে নির্যাতনের অভিযোগ ওঠে আজিদার বিরুদ্ধে। নির্যাতিতার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন কোতয়ালি থানায়। পকসো (POCSO case) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করেন লেডি সাব-ইন্সপেক্টর উপাসনা গুরুং। শুক্রবার আদালতের রায়ে অভিযুক্তকে কঠোর শাস্তি ঘোষণা হয়।

আরও পড়ুন- পুজোর পরেই টেটের নিয়োগ, শিক্ষামন্ত্রী

Latest article