দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ (Series)— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কপালকুণ্ডলা মন্দির, তৎপর হেরিটেজ কমিশন

মনের ভাষা

যখন যেটা মনে আসে
তখন সেটা কবিতায় ভাসে।
কখনো প্রখর, কখনো প্রলয়
কখনো রৌদ্র, কখনো হৃদয়।
সকালে বৃষ্টি, রাতে কুয়াশা
প্রকৃতির মাঝারে প্রকৃতি ভরসা। মনো মন্দিরে মনের ভাষা
মুক্তির আলোয়, আলোর দিশা।
মন বোঝে মনের ভাষা
মনের মান, চাপা দিশা,
মনভূমি আর বনভূমি
মনোদর্পণে মন তুমি।

Latest article