‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা
সৃষ্টি
মুক্ত সৃষ্টির মুক্তি আকাশে
অচল অটল আগ্নেয়গিরি
কাপুরুষতা ভীরুর মরুভূমিতে
বিষাণ-মন্ত্র রাজার দ্বারী।
উদাস আকাশ ভীতির সাহারা
নয়নাকো মহীয়ান,
ভণ্ড-ধড়িবাজ নয়কো বলীয়ান
শক্তিশালী জ্ঞান-বিজ্ঞান৷৷
শ্বেত, পীত, কালো, রোদে সব ম্লান
সর্বনাশা-সর্বনাশী যেমন শয়তান
নবীন প্রভাতের প্রভাতী দান
সৃষ্টির আলোকে নবীনদান৷৷
ভাদর চাদরে কেতকী পাতার তরী
শিখরের হিমাদ্রীতে দিবানিশি ভরি
আকাশে আকাশী মেঘ মেঘে সারি
তুষার ঝড়ে সৃষ্টি উরি-উরি।
সৃষ্টির চেতনা শিল্পীর কোলে
ভুবন দোলে শিল্পীর আঁচলে
শিল্পীর আঁকি মেশে আঁখির পলকে।