‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-৬ যাত্রীর মৃত্যু দুই বাসের সংঘর্ষে
মাটি
আমি ভালোবাসি মাটির পৃথিবী
মাটি কি কখনও হয় আজগুবি?
মাটির মধ্যেই মাকে খুঁজি
মাটি সত্য এটাই বুঝি।
মাটির বিকল্প মাটির মাঝারে
মাটি বেঁচে থাকে যুগ-যুগান্তরে
চোখের তারায় মাটি নাচেরে
পবিত্র মাটি সর্বত্রই সাজেরে।।
ভরা অঞ্জলি সাধনে মাটি
সৃষ্টির প্রাঙ্গণে মাটি খাঁটি।
পরম আত্মীয় মোদের মাটি
মাটিতেই শিখি হাঁটি হাঁটি।।
উড়িয়ে ধুলো ঊর্ধ্বপানে
ভূমি বীরাঙ্গনা জীবন ভুবনে
শুষ্ক শীতল সন্ধিক্ষণে
মাটি চলেছে মাটির প্রাণে।।
এই মাটিতেই জীবন শুরু
এই মাটিই মোদের গুরু
এই মাটিতেই সবুজ তরু
মাটির পৃথিবী জীবন অরু।।