‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-‘মিষ্টান্ন’র জন্য ২০ কাঠা জমি
বাড়াভাতে বাড়ন্ত
বাড়ন্ত ভাতে একমুঠো
উড়ন্ত ধুলো,
ক্ষমতার আস্ফালনে উচ্ছিন্ন
বিষণ্ণ চালচুলো।
চীনের দেওয়ালে আলিদাদা
সাথে অর্থানিশা।
সাগরের দুর্নীতির একমুঠো লবণ,
ডুবুরির অমাবস্যা।
নামরূপে মরীচিকা | গো-ভাতা
খাবে মিহিদানা,
মৃগতৃষ্ণার ক্যারাভান হবে
ডিজিটাল সোনাদানা।
দাম্ভিক সম্রাটদের আস্ফালনে
আকাশও গম্ভীর,
দুরন্ত আকাঙ্ক্ষায় লোভাচ্ছন্ন
দুর্বিনীত সন্ধির।।
হৃদয়ে অবিরল মরুভূমি
চোখে লালসা তৃষ্ণা,
সময়ের বিচ্ছেদ মরণ
কালজয়ী দিল্লী জ্যোৎস্না।।
শতাব্দীও আজ আশ্চর্য
অধঃপতিত মানবতা
জ্ঞানের মর্মস্থলে সংঘর্ষ,
মিনার বিহীন অসহিষ্ণুতা।