দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ব্রাত্যর বার্তা, গভীর রাতে বোসের রহস্য চিঠি

ফাঁকি
জীবন পথটা এত দীর্ঘ কেন?
বলতে পারো কি কেউ?
পথের পরে পথ চলে যায়
থামতে পারে কি কেউ?

চলছে চলবে, বলছে বলবে
কতদিন এমন চলবে!
বেশ করেছি, ঠিক করেছি
কতদিন আর বলবে?

সেকাল-একাল অনেক হলো
তফাত কি কিছু আছে!
যখন যেমন তখন তেমন
সুবিধাবাদ চলছে।

আর কতদিন আর কতকাল
কবে এ চলা থামবে?
জীবন পথটায় এত ফাঁকি কেন
কবে এ ফাঁকি কাটবে।

Latest article