দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-নজরে কৃষকবন্ধু প্রকল্প ও শস্যবিমা যোজনা প্রকল্প, কৃষকদের জন্য চালু হোয়াটসঅ্যাপ নম্বর

বনাঞ্জলি

বনাঞ্জলির বনবসন্তে
মংপং সুন্দরী
বনটিয়ার রং-এর বাহারে
বনমোর মনমঞ্জরী।
বন অরণ্য আমার পথে
পথ দিশা করে দেয়
সবুজ দিগন্তে নতুন প্রাণ
নতুন জীবন পায়।
বনের পাশেই নদীর জল
চিকমিক করে যায়
তিস্তার পাশে পাথর নুড়ি
কুলু কুলু করে বায়।
মংপং-এর পাশেই ছোট্ট নদী
লিস্‌ ও ঘিস্‌
তিস্তার পাশে ঘর বেঁধেছে
এতো প্রকৃতির আশিস।
কেউ বা আসবে, কেউ বা যাবে
কেউ বা দেখবে সৌন্দর্য
দুঃখ দিও না বন অরণ্যকে
সবই প্রকৃতির আশ্চর্য।

Latest article