‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নাদনঘাটের তরুণ শিল্পীর তৈরি দুর্গা যাচ্ছে মার্কিন মুলুক
কথা
কথা মাঝেই কথা ভাষা
ভাষার সৌন্দর্য মাধুর্য
আজে বাজে কথার হারিকিরি কেন?
কথায় উঠুক সূর্য।
কথার মাঝে বেমানান কথা
বিবাদে মহিমা পর্যুদস্ত
অসহনীয় কথার, কথা-সঞ্চারে
ভাষা হয় মুমূর্ষু, লজ্জিত,
কথ-কথার কথাকলিতে
কলঙ্কিত উলঙ্ঘিত ভাষা
দৃশ্য-দিশারি অবতারণায়
কথক কথার কথা দিশা।
অসংযত কথার কথাকলিতে
হৃদয় হয় একেবারে দুঃখিত
অসহনীয় কথার অসংহত ভাষায়
শব্দ হয় শ্রুতি দূষিত।
ভাবাবেগের ভাবলেশের ধূসরে
ধূলিকণাও হয় উদ্ভাসিত
শুভ্র চিন্তনের চিন্তা মননে
মনোমন্দির হয় উচ্ছ্বসিত।
উৎসারী নদীর উৎসাহ মাঝারে
কথা হয় ভাষায় সমৃদ্ধ,
কথা-কথার-কথা সৌন্দর্যে
কথার মাধুর্য হয় কথাশব্দ।