‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ডিভিসির জলে ৭ জেলা ভাসার আশঙ্কা, ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, নদীতীরের বাসিন্দাদের সতর্ক প্রশাসনের
কে বড়
তুমি বড় না আমি বড়?
বড্ড বড় রোগ
এই ভাবনার নেইকো কোন ওষুধ
শুধু দুশ্চিন্তার ভোগ।
কে বড় আর কে ছোট
কিসে তার মাপকাঠি?
সাদা-কালো রঙের বিভেদ
রক্তে হয় না চাবিকাঠি।
কে লম্বা আর কে বেঁটে
তাতে কি প্রমাণ হয়?
না বড় হলে ছোটর সাথে
সম্পর্ক শেষ হয়?
অর্থে বড়? না প্রাসাদে বড়
বাঁচার কি এটা সীমা?
অথবা সমাজের কেউ কেটা হলে
পরিধানে ‘মুক্তোর’ জামা?
আমি বড় না তুমি বড়
ভাবনার যোগ্যতা কী?
সবার হৃদয়ে, হৃদয় হোক বড়
এটা হোক পরিচয়।