‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ছিঃ! বন্দে ভারত ট্রেনে বিজেপির জয় শ্রীরাম, ট্রেন বিতর্ক বাড়ছে
ভণ্ড
রাজনৈতিক চাতুর্যের ব্যাঘ্র বিপুলে
ঐশ্বর্যের ক্ষমতা সঙ্কুলে
রাজাসনে অভিষেক বীরভদ্রর
জনতার অর্থে অর্থকল্প
বাজনা থেকে সাজনা,
প্রিয়মবদা থেকে রাজমা-
চলেছে বৃহৎ চেয়ারের মেলা।
বিপুলায়তনে বাক্যবিস্তর
কথাকল্পে ভুরি ঝুড়ি ঝুড়ি
কিম্ভূতকিমাকার গোশালার কাদা
দুর্গন্ধের দূরভিষণের দস্তানা
ভাষণ গল্পের রেস্তোরাঁ।
রাশিফল ভারী,
একমুখ দাড়ি
ভণ্ড তপস্বীর
বীর দলবীর!