‘জাগোবাংলা’য় (Jago Bangle) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বাংলার পাশাপাশি প্রবাসের পুজোকেও ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ : ইন্দ্রনীল
আকাশ
ও আকাশ তুমি ঘর বাঁধো না কেন?
ও বাতাস তোমার মুখ গোমড়া কেন?
বর্ষা তুমি সীমা ছাড়ালে কেন?
বন্যার ছায়া দেখে কাঁদো না কেন?
ও আকাশ ও বাতাস, ও নদী ও পাহাড়।
আকাশ-বাতাস-নদী-সাগর ও পাহাড়
প্রকৃতির পৃথিবীতে সবই উপহার
মাঝে মাঝে প্রকৃতি ভয়ঙ্করী
সাগর ভাসিয়ে দেয় জীবন তরী।
চলার পথের আজ শেষ যে কোথায়?
ঘুরে ফিরে যেতে হবে শেষ সীমানায়
তাইতো ভাবি না, ভাবতেও চাই না
যাবোই যাবো যেথা শেষ রবে না।
ও আকাশ ও বাতাস, ও নদী ও পাহাড়।