‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে অনলাইনে খাবার অর্ডার, যাত্রীদের সতর্ক করল রেল
বিদায়বেলা
হে শ্রান্ত পথিক
বিদায়বেলা কেন তব সজল নয়ন
থমকিয়া পথপানে?
এ তো কালের ধারা
পরিচিতকে মুছে দেবার ক্ষণ
এ ক্ষণে কেন তব মলিন বদন?
বোঝা না সইতে পারার বেদনায়
যে দিন ক্লান্ত হয়ে
হয়েছিল মর্মাহত
সেদিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষা
আজকের জীবনের প্রশস্তি!
তবে কেন এ বিষাদের ছায়া?
কেন তব পিছুটান
বিদায়বেলায়, মরণের পারে।