দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ভবানীপুর ৭৫পল্লী সবেকিয়ানা দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কি ভাবছো?

কি ভাবছো সময়? আমরা নেই?
আমরা আছি, ঝড়ের ঝড়ো হাওয়ায়
আছি আমরা বাতাসের ঘ্রাণে
বেঁচে আছি টর্নেডো আর তুফানে।

আমাদের অস্তিত্ব ধুলায় ওড়ে
আমাদের বৈশিষ্ট্য শীতে ঝরে।

ফাগুনে আমরা দোলা দিই
হোলির রঙ কখনো মেখে নিই,
বৈশাখের রৌদ্রে কখনো পুড়ি
চিনি দারাজ। বর্ষায় আবার কখনো ঝরি।
সময় বয়ে যায় সময়ের তালে
সম্মুখে চলি মোরা পেছনকে ফেলে
লাঠি-গুলি-বন্দুক, নামমাত্র ক্ষমতা,
লক্ষ্য তো মোদের আসলে জনতা।

অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস
যা কখনো কখনো জীবনে নিয়ে আসে ত্রাস।
সন্ত্রাস, তুমি বড় বেমানান
তোমার নেই কোনো লাজ সম্মান।

Latest article