‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ক্ষণস্থায়ী
বেশ কিছু সময়ে তো থাকলাম
উপলদ্ধি করবো, অনুধাবন করলাম।
তফাত একটাই একটু কেরানির কাজ
হঠাৎ এক বছর যেন চাকরি করলাম।
কর্তব্য পালনে জগৎটাকে দেখলাম
এতো কাছের থেকে বহুদূর গেলাম।
ফিরে এলাম আবার কর্তব্যের টানে
মানুষই যখন সব তখন মানুষের পানে।
মন্ত্রিত্ব আসবে আবার যাবে
এটা তো কিছুক্ষণের জন্য ভাবাবে।
কিন্তু যাদের জন্যই এত কিছু সব
তাদের ভোগান্তিতে মানসিক শব।
না-না এর থেকে ভালো ভুলে যাওয়া
চাই না এ ক্ষমতা, চাই না এ পাওয়া।