‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দিনের কবিতা
ভাঙা আশি
তোমার আশিটা ভেঙে গেছে
ভাঙা আর্শিতে তোমার চেহারাটা দু-টুকরো
দাঁত-এর মধ্যে দাঁত ঢুকে গেছে
নাকটা একেবারে পাঁকাল মাছের মতো
ঠোঁটগুলো একেবারে টসটসে পচা কুমড়ো
চোয়ালটা যেন একেবারে বোয়াল,
দেহটা হয়ে গেছে একেবারে ময়াল।
দ্যাখো দ্যাখো বারবার দ্যাখো
দেখিনি বলবে না কখনও।
তুমি তো দেখছো সবার অজান্তে
লুকিয়ে ছুপিয়ে তোমার দর্পণে
তোমার চেহারাটা ক্ষমতার আস্ফালনে
অহংকারের দম্ভে শাসনে ও শোষণে
অশান্ত কুৎসিত আচরণে গোপনে
দেখেছো নিজেকে বার বার
আবার দ্যাখো তো বন্ধুবর!
জীবনটা তোমার শুকনো মরু
হৃদয়টা একেবারে গন্ডার কুরু
দর্পণ চেতনা ওটা গর্জনে গুরু গুরু
অতি দর্পে তুমি বন্দুক ভীরু
তাণ্ডবোচ্ছ্বাসে তুমি ধ্বংস মেরু
তুমিই তোমার শেষের শুরু।