‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
তুচ্ছ
হ্যাঁ, আমি বড় তুচ্ছ
কিন্তু ভালোবাসি ময়ূর পুচ্ছ
দোলের দোলনায় তৃষ্ণায় স্বচ্ছ।
হোলির রঙিন রঙ তুফান
জীবনে নূতনের আহ্বান
বসন্ত তো নবীনের দান
জাগো, জাগাও মানব প্রাণ।
কচি পাতার কচি কাঁচা
পদ্মপাতার জলে সুরে বাঁচা
সুরের দিগন্তে শব্দ আঁচা
বসন্ত সকালে আচ্ছা চাঁপাগাছা।
শুষ্ক ডালের কচির ছোঁওয়ায়
আমি তো থাকি খোলা হাওয়ায়
আমি তো তুচ্ছ নদী নালায়
তুচ্ছ, থাকি তাই কচুরিপানায়।
আমি তুচ্ছ তাই তুচ্ছ জীবন
দোলেন ফাগুনে দোলায় জীবন-মরণ
পৃথিবীটা আমার বড় আপন
ওরে বিহঙ্গ, বসন্ত তোর ইন্ধন।