দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Banglqa) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-অভিষেক আজ পৈলানে, শ্রদ্ধার্ঘ্য অর্পণ প্রবীণদের

রূপ
গৌড় থেকে চলো আদিনা
সবটাই হৃদয়ের মক্কা-মদিনা।
কুশমণ্ডি থেকে হিলি
সবটাই ভালোবাসার ঝিলিমিলি।
ইটাহার থেকে কর্ণঝোরা
সবটাই মানুষের চোখে ঘোরা।
জঙ্গীপুর থেকে জলঙ্গি
সব জায়গাই মানুষের সঙ্গী।
নবদ্বীপ থেকে পলাশী
ইতিহাসের পাতায় লিপিশ্রী।
কালনা থেকে কাটোয়া
আদি-অনন্তের স্পর্শ পাওয়া।
তারাপীঠ থেকে বক্রেশ্বর
ইমামবাড়া থেকে তারকেশ্বর,
পাথরচাপি থেকে লালমাটি
সৌন্দর্যের শিখরে লালমাটি।
বিশ্বকবির প্রিয় শান্তিনিকেতন
শিক্ষা-সংস্কৃতির মেলবন্ধন।
অজয় থেকে দামোদর
নদীমাতৃকায় ভরা ভাদর।
ময়ূরাক্ষী থেকে সুবর্ণরেখা
শস্য শ্যামলা মেয়ের দেখা
রূপসী কন্যা বাংলা ধন্যা
বাংলা মা, তার রূপে অনন্যা৷

Latest article