‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ধূপগুড়ি আজও মাতল উচ্ছ্বাসে, দায়িত্ব নিলেন নতুন মহকুমা শাসক
বন্ধু
বন্ধু আমার থাকো কোথায়
কোন সুদূরের নির্জন পুরে
আঁখি দিয়াতে জলে উন্মুক্ত ঘূর্ণি
কণ্ঠ কেন তোমার স্তব্ধ সুরে।।
নয়নতীরে নয়ন ভাসে
কবে কখন বন্ধু আসে
ভেবেছিলাম তুমি যাযাবর শিশু
মেরির কোলের শান্ত যিশু।।
ছুটেছিলে এক মরুবিজয়ে
বিজয়কেতন ওড়াবে জয়ে
উল্কা ঝড়ের বরফ সাদায়
রেখে গেলে সব নিজেরে হারিয়ে।।
লঙ্ঘিতে গেলে হিমালয়
আর নজর সপ্তর্ষিতে
হিমাচলের হিমশীতল শীর্ষে
ঘুমিয়ে গেলে বরফ ধরণীতে৷৷
তাজা ফুলে, ফুলদানি ভরে
অপেক্ষা করে আলোক বৃষ্টি
বন্ধু আমার আসে না ফিরে
বাঁধ ভাঙে, ভাঙে নয়ন বৃষ্টি৷৷