‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerje)কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ দিল্লির পথে মুখ্যমন্ত্রী
মনো আয়না (গান)
চোখই মনের আয়না–
মন জোছনা, জোছনা, জোছনা
অঙ্গে বঙ্গে জলতরঙ্গে
মন কথা বলো, বলো না।।
মনোবিতানে, মনো অরণ্যে
পাখিবিতানের সুরছন্দে,
ইকির মিকির সুরের তালে
হৃদয় জাগে মনোচন্দ্রে।
চোখই মনের আয়না–
কথা বলো, বলো, বলো না।।
চোখের তারায় সূর্য হাসে,
মনের বায়না ফুরায় না,
প্রতি মুহূর্তে আঁখিতে মেলে
নূতন চিন্তা, ভাবনা–
চোখই মনের আয়না।
নিজ মনোবিতানে, নিজের মনে
এগিয়ে চলে মন ছন্দে,
চোখের ভাষাই মনের ভাষা
মিলিয়ে দেয় আনন্দে–
চোখই মনের আয়না।।