‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
বিদ্বেষ
এত বিদ্বেষ
কোথা থেকে এল?
শীতঘুম থেকে বিদায় নিয়ে
এক অন্ধকার কুৎসিত রাতে
ভীতিশব্দ রূপে এগিয়ে এল
এক পিশাচী আলো।
যা আমাদের সংস্কৃতির চেতনায়
ধূসর বিষণ্ণ শতাব্দী।
নাগিনীদের নিশ্বাসে
কয়েকটা বছর কেটে যায়,
নাগপাশ খুলে যায়—
আস্তে আস্তে অবিরল রাতে।
আর্ত শৃঙ্খলিত প্রাণ
কেন নিয়ে এলে প্রেতপুর
শ্মশানের অগ্নিচিতায়?
কোন পিশাচের অঙ্গুলিহেলনে
ঝরে পড়ে বিধ্বংসী বিভীষিকা!
কেঁপে ওঠে অন্তরাল!
সমুদ্রের শর্বরী তরঙ্গ
শোকের দুঃশাসনে।।
উত্তাল-উন্মাদ
অফুরন্ত উল্লাসে
তমসার অশ্রুরাশি
ভাবে সে বিরাট ‘পাহারাদার’!
মরীচিকা ভেঙে যায়
আর্ত ম্লান আঁখিতলে
জেগে ওঠে বিদেহী,
বিদ্রোহের চোখে রক্ত জাগে,
জাগে রহস্যময়ী অন্ধকারী।
ভেঙে যায় আঁধার-প্রাচীর কারা,
“বিদ্বেষ” হয়ে যায় বিলীন।
সত্য সেলুকাস! কি বিচিত্র বিস্ময়।