‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-মিথ্যাবাদী গদ্দার, পর্দা ফাঁস করে দিল তৃণমূল
চোখের তারা
আমার চোখের তারায়
দেখতে চাই তোমার স্বপ্নের সকাল
জন্ম থেকেই তো চোখের তারায়
দেখতে পাচ্ছি এ জগৎটাকে।
জ্বলছে চোখের তারায় আলো
সকাল থেকে সন্ধে
কোনো বিদ্যুতের প্রয়োজন নেই
নিজেই আলো দিচ্ছে
যেন ‘আলোর ব্যাঙ্ক’।
অন্ধকারেও আলো।
দিনের আলোয় চোখের আলো
সূর্যের ব্যাঙ্ক থেকে আসে,
আর রাতের আঁধারে
তারা-কন্যারা মিটিমিটি হাসে।
মিষ্টি মিষ্টি আলো
তার সাথে সাথে
চোখের তারায় আসে।
বাঁধভাঙা চাঁদের জোছনা-জোছনায়
চোখের তারা আকাশ তারায়
আলো আঁধারে ভাসে।
তারায় তারায় কত তারকা
মাটিতে এসে মেশে
ধ্রুবতারা থেকে সপ্তঋষি
জেগে থাকে তাদের আবেশে।
চোখের তারায় লাগে আগুন
কখনো আবার রঙিন ফাগুন
ভাসে জোয়ারের ফল্গুধারা
তারায় তারায় দ্বন্দ্ব লাগলে
‘তারা’ যেন হয় সর্বহারা।