‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-পুরুলিয়ায় বড় বিনিয়োগ
আগাছা
চারপাশে বড় বড় গাছের মাঝে
দাঁড়িয়ে এক আগাছা
কাজের কোনো ধার ধারে না সে
কাজ শুধু পরচর্চা।।
কথায় কথায় শুধু ত্রুটি ধরে
ব-কলমে আগাছা নিন্দুক
তেলা মাথায় তেল ঢেলে ঢেলে
ভরায় সে নিজের সিন্দুক।।
কথার ওপর নেই কোনো লাগাম
সবারে ভাবে গোলাম
সুবিধাতন্ত্রই আগাছার গাছা
নিজেই নিজেরে দেয় সেলাম।।