‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-১২৭তম জন্মদিনের প্রাক্কালে নেতাজিকন্যা অনিতার বিস্ফোরণ
ভাবনা ভাসান
ভাবতে ভাবতে ভেবেই যাই
ভাবার মাঝেই হোঁচট খাই
যখন ভাবি বিকল্প কোথায়?
বিকল্প বলে আমি হেথায়।
হাতাতে হাতাতে হাঁফিয়ে যাই
লাফিয়ে লাফিয়ে লাফাতে চাই
লম্ফ ঝম্ফর খেসারত নিতে
পৌঁছতে হয় জীবন পশ্চাতে।
ব্যর্থ প্রাণের সার্থকমান
ভাবতে ভাবতে ভাবায় সোপান
দণ্ডদাতারা দণ্ডায়মান
ভাবনা ধারায় ভাবনা ভাসান।