দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-আজ প্রথম দফার ভোট, আত্মবিশ্বাসী তৃণমূল তিনে তিন. দেশে ১০২ কেন্দ্রে নির্বাচন

সংস্কারের ফাঁকা বুলি
এতো তাড়াতাড়ি কেন?
এতো হুড়োহুড়ি কেন?
হুড়কো? না হরে-কর কম্বা?
গরম গরম গরমমশালা।
মাংস? না পায়েস?
কোনটা?

ফাঁপানো অহঙ্কারের গ্যাস বেলুনে
দম্ভরাশির উদ্ধৃত উলঙ্গ দৃষ্টিতে
ঊর্ধ্বে শূন্য-নিম্নে শূন্য
গুমরি-গুমরি বিদায়বেলায়
জরুরি বিজ্ঞপ্তি।

হায়রে বিধাতা বিধির বিধানে
লুঠ করে নিলেন
জীবন লগনে।

ভাবছো? কত বড় সংস্কার?
সাধারণ মানুষকে করে প্রতারণা
ভরছো শুধু জমিদারির খাজনা?
শকুনের ভাণ্ডারে
জমা হলো অর্থভাণ্ডার
কালো অর্থের কোষাগার।

ফর্সা মুখ, ফর্সা আমদানি
জোছনা কেলেঙ্কারির অমাবস্যার কাহিনি
আমজনতার জন্য বাণী
সংস্কারের নামে শকুনি বাহিনী।।

Latest article