দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ফাইনালে স্বপ্নভঙ্গ, নতজানু মোহনবাগান

সমর্পণ

অর্থ যখন সরকার গড়ে,
দুর্নীতি যখন মাথা নাড়ে,
বিচার যখন প্রহসন করে,
অসহায় তখন কেঁদে মরে।

প্রতিবাদ যখন ধমকের গুরু,
ধর্ম যখন অত্যাচারের শুরু,
বিদ্যুৎ ঝলসে আকাশ যখন মরু
প্রতিকার তখন? কোথায় তরু?

ছন্দ যখন পরমানন্দে
লিখবো জীবন বর্ণে-গন্ধে,
দুঃখ রক্ত যখন হোমানলে
ভাগ্যশিখা তখন বাঁধন খোলে।

অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে,
ভূমিকম্প কাঁপায় অঝোর শ্রাবণে,
লাস্য-সহাস্য, দিব্যদর্শন?
প্রতারণার নিকট করে সমর্পণ।

Latest article