‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বইমেলা উপলক্ষ্যে ইস্ট-ওয়েস্ট রুটে চলবে বাড়তি মেট্রো
কত ছবি
দেওয়ালে সারি সারি কত ছবি
কত অজানা কত অচেনা
কেউবা আবার অল্প চেনা
তুমি কি শুধুই অতীতের মূলধন
নানা গর্বের ভাণ্ডার
তুমি হার না মানা হার।।
ছবি! তোমায় কি যায় মূল্যে মাপা
তুমি সুদূরের বড় আপনজন
শ্রেষ্ঠার বিচারে শ্রেষ্ঠ তপোবন।।
তুমি তো নওকো ধুলার ধূলিঝড়
তুমি নিঃশব্দ নয়কো নিথর
ছবি কখনো হয় না পাথর।।