‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিজ্ঞাপনে বিজেপির মিথ্যাচার, সুকান্তকে শো-কজ কমিশনের
গায়ে লাগে
তোমার নামে কেউ বললে
বড্ড তোমার গায়ে লাগে
আর আমার নামে কুৎসা ছড়াও
সবার চেয়ে তুমি আগে।
তোমার গায়ে কাদা লাগলে
তোমার সাদা কাপড় মাটি হয়
আমার গায়ে আলকাতরা দিলে
আমি কি প্রস্ফুটিত হই?
তোমাকে কেউ একটা কথা বললে
তুমি বড্ড অভিমানী হয়ে যাও
আর আমার নামে হাজারটা মিথ্যা বলো,
ভাবো কি? আমি মানুষ নই?
তোমাদের লক্ষ ছিদ্র, তোমাদের ছিদ্র লক্ষ
দোষ ধরো আমার তোমরা
নেই লজ্জাবোধ, বিবেকবোধ! এতই সবজান্তা!
জ্ঞানদাতার জ্ঞানদা। দাতাদের খরা।
শুধু তুলে নিজ স্বার্থ-ফয়দা
তুমি যদি হও সমাজের সাদা
তবে মনে রেখো আমিও কিন্তু নই কাদা
আমি সাদার-সাদা, মহা ময়দা।