দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
পুঁজি
কৃষকদের বুকে
পুঁজিবাদের প্রাচীর।
সিঙ্গুরের সিন্দুর লেখায়
কাঁদছে স্তব্ধ শিশির।।
ভীত কৌতূহলে বসুন্ধরা
জিজ্ঞাসে সংগোপনে
দুর্গেশ যমরাজ ঘাতক
কাদের দিচ্ছো নির্বাসনে।।
হৃদয়জোড়া তুমি অন্ধকার
প্রত্যুষের তুমি সূর্যাস্ত
উন্মাদ-উন্মত্ত তন্দ্রাঝঙ্কার
রক্তাম্বর তুমি রক্তস্নাত।।
বীভৎস শ্মশানের শয্যায়
ধনকুবের তুমি ভস্মরেখা
তোমার পুঁজির প্রাচীরে
দুর্ভিক্ষ দেবে দেখা।।
তোমাদের প্রাচীরের ইটপাথরে
কৃষকের অশ্রু ঝরে
তোমাদের পাষাণমূর্তি প্রাচীরে
মৃত্যুঘণ্টা বাজে প্রহরে।।
এতো কৃষকদের বুকে নয়
প্রাচীর মানবতার বুকে
মানুষকে করে অবরুদ্ধ
অন্ধগলি দেখবে সম্মুখে।।
অনন্ত নির্জনে তুমি পাষাণ
পূজাহীন পূজারী
রক্তবর্ষায় তুমি ভাসান
দিশাহীন ভিখারি।।
পুঁজির প্রাচীরের ভস্মাধার
অহঙ্কারের সেরা উপহার।
সম্মুখে পুঁজির শবাধার
কলঙ্ক পুঁজির অলঙ্কার।।

Latest article