দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-বিশ্ব রক্তদাতা দিবস

মাথাবেচা

এ কি ধৃষ্টতা?
এ কি অবিন্যস্ত অসভ্যতা?
এ কি দারুণ দারুচিনি-
ঝাল-মিষ্টির অলঙ্কার।
কলিংবেল বেজেছে
বেলাশেষে।
বিনিদ্র রজনীর রাত্রি।
আঁধারে ঘেরা কুৎসিত,
কুমীর আইল্যান্ডের
বাধ্যবাধকতা।
অর্থের সংরক্ষণ
আক্রোশের আক্রমণ
পিতামহ ভীষ্ম!
সাথে কিছু সাবালক
উপোসির আরাধনা,
ছিল কুৎসিত
হলো রূপচর্চা।
কালো থেকে সাদা—
ম্যাজিক মলম,
একেবারে সফেদ
টুকটুকুস-কুটকুটুস
আগে ছিল নগণ্য,
আজ নাকি রত্ন প্রাচুর্যের
রক্ষণাবেক্ষণের ম্যাজিক
মালিশে, বালিশ
থেকে পোশাক সব সাদা,
সব হল—
কিন্তু মাথাটা বেচে দিল।

Latest article