দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-খেজুরিতে পরপর হামলা, মুখ্যমন্ত্রীর নির্দেশে দলীয় কর্মীদের পাশে প্রতিনিধি দল

অকাজ

কাজের বদলে অকাজ করে যারা
কোথায় যে তাদের তনু মন
ফাঁকি দেবার এক অলস আঁতুড়ঘর
তিক্ত বিষণ্ণ যেন বদন।
কোনোভাবে দিন পার করা
যাদের জীবনের অঙ্গ,
সমস্যা দেখলেই দু-চোখ বোজায়
এড়িয়ে যায় সঙ্গ।
প্রতিকূলতার সাজানো শয্যায়
ওদের শরীর এলায় না,
সবটাই যেন একবারে পাওয়া
আরাম কেদারায় আহ্লাদে আটখানা।
সকাল-বিকেল-সন্ধ্যা-রাতি
সবই পূর্ণিমার জোছনা।
একাদশী-অমাবস্যার সব দিনক্ষণ
ওদের পাঁজিতে রয় না।
কাজেকর্মে ওরা বড় বেমানান
মধ্যগগনে অশান্ত
সূর্যাস্তের ফাঁকে গোধূলি লগ্নে
ওরা একেবারে দুরন্ত।
সাঁঝের বেলায় সাঁঝনিশিতে
হৃদয়ে ওদের কিলিবিলি
আবোল তাবোল মৎস্যন্যায়
অস্থির চিত্তের দোলাদুলি।
সর্বদা যেন ডুবন্ত হৃদয়—
মাথাটায় ভবঘুরে,
কোনটা ঠিক কোনটা বেঠিক
ভাবলেই গা শিরশিরে।
পরিশ্রম কথাটা ভাবতে গেলেই
ভেবে ফেলে যত কুকাজ—
কাজ করার অভ্যাসটাই নেই
কাজ না করাটাই ওদের কাজ।

Latest article