‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
সব আছে? নেই।
যার সব আছে
সে সাজে ফকির!
যে সত্যি অসহায়
সে নাকি বলে না ফকির!
যার জীবন
আগাগোড়া কাদায় মোড়া
তিনি নাকি মহাতুর্য।
যে জীবন সুহাস মধুর
সে নাকি অধৈর্য!
যার পায়ে ধুলো লাগে না
তিনি নাকি গোধূলি লগ্ন,
ধুলোয় যাদের জীবন-ভরা
জীবন তার হয় ভগ্ন।
যার কোনো ভক্তি নেই
তিনি নাকি ভক্তিঝুড়ি,
দয়ার সাগর যিনি
তিনি নাকি দোষ বিচারী!
যার নেই কোনো মায়া,
তিনি নাকি মায়াবী,
যার অন্তর মায়াভরা
তিনি কেন তবে অভাবী?
সারা অঙ্গজোড়া স্বর্ণবিতান
তিনি নাকি ভিখারি
যার জীবন শ্রমালঙ্কার,
তার ভাগ্য মজদুরি।
যিনি থাকেন স্বর্ণ পালঙ্কে
তিনি নাকি পথচারী,
আর যার বাড়িতে কণ্টক শয্যা,
তিনি চালান জমিদারি।
যার জীবনে আসল নেই
নকলই আসল রটনা,
তিনিই নাকি বিরল সোনা,
কলিকালের সব ঘটনা।