দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

চেয়ার

বারবার অপমান
ঔদ্ধত্যের দরবার
তুমি চেয়ার!
চেয়ারে থাকলেই
ভাবো তুমি
হঠাৎ জমিদার।
নাক যায় ফুলে
চুল যায় দলে
চক্ষু হয় ঢলঢলে
ভাবো ক্ষমতার কোলে।
জ্ঞান হবে মলে
চেয়ারে বসলে।
কত গেলো চলে
তুমিও গেলে।
কাকে চোখ দেখালে?
কতক্ষণ ভাবলে
আবার উধাও হলে।
চেয়ারটা এখন
একদম খালি।
কোথায় চোখের বালি?
বৃথা অহঙ্কার খালি।
কথা শোনে ওলি।
ক্ষণিকের অপমান
ভুলে যাও
জেনো প্রত্যাবর্তন
হবে, ওদের
চেয়ার পতন।
ওরা যে
ক্ষণস্থায়ী, শুধু
চেয়ার রতন।।

Latest article