‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
উবাচ
তুমি হলে কবি
আমি শুধু ছবি
তুমি হলে ভাগ্যবান
আমার ভাগ্য ম্লান।।
তুমি সুন্দর প্রভাত
আমার জন্য আঘাত
তোমার জীবন স্বপ্নভোর
আমি অন্ধকার ঘোর।।
তুমি বাজাও বীণা
আমি সুর জানি না
তোমার শব্দ মধুর
আমি নিকষ ভঙ্গুর।।
চতুর্দিকে তোমার আলো
আমায় ঘিরেছে কালো
পূর্ণিমা তোমার চাঁদ
আমি অমাবস্যার ফাঁদ।।
তুমিই তোমার শুরু
আমি মেঘে ঢাকা গুরগুরু।
তোমার নয়নে মুক্ত
আর আমি অশ্রুসিক্তা।।
তুমি ভালবাসা স্বপ্ন
আমার ওটা দুঃস্বপ্ন।
তুমি যখন তন্দ্রামুগ্ধ
আমি ক্লান্ত ছিন্ন ভিন্ন।।
তুমি সন্ধ্যায় সন্ধ্যামল্লার
আমি ছন্দপতনের সম্ভার
তুমি আকাশে সন্ধ্যাতারা,
আমি চিন্তায় বাক্যহারা।।
তুমি জন্মেই জন্মালঙ্কার
আমি জন্মেই কীর্ণাহার
তুমি ধনধান্যে ভরা
আমি খেয়ালি শুকতারা।।