‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রোহিতের মঞ্চেই কোণঠাসা অস্ট্রেলিয়া
ঘোড়ার গাড়ি
আস্তাবলের কোলাহল পেরিয়ে
যাচ্ছিলাম পথ ধরে—
যেতে যেতেই চোখে পড়লো
সারি সারি সাজানো ঘোড়ার গাড়ি।
কেউ বা যাচ্ছে প্রিয় সাথীকে নিয়ে
কারো বা সাথে শিশুসাথী।
কেউ বা খাচ্ছে বাদামভাজা অথবা ঝালমুড়ি
কারো বা হাতে ‘ভেলপুরি’ অথবা চকলেট ঝুড়ি।
কেউ বা আসনে মাথা এলিয়ে
কেউ বা ফটো তুলছে,
সারি সারি যাচ্ছে ঘোড়ার গাড়ি
অভিনব অভিজ্ঞতায় চলছে।
এ-পাড়া থেকে ও-পাড়া
মাত্র কিছুটা পথ
কেউ বা বলে ঘোড়ার গাড়ি
কেউ বা বলে ঘোড়া রথ,
কলকাতায় চলেছে ভ্রমণযাত্রীরা
ব্রিগেড ঘিরে যাত্রাপথ
সাধারণ মানুষের মিলিত ধরায়
অভিনব সব ধর্ম ও মত।
ঘোড়ার গাড়ি চলে আপন মনে
কত সাক্ষী এই ঘোড়ার গাড়ি
আবেগে-অভিষেকে ছড়াছড়ি
কত সুখ দুঃখের সংসার মাঝারে।
কিছুক্ষণ যাত্রীরা থাকেন আনন্দ সওয়ারে।
ক্ষণিকের অতিথিদের ক্ষণিক আনন্দ
মন্দ কী? যদি বাড়ায় ভ্রমণের সুগন্ধ।
আলো আঁধারের সাঁঝবেলাতে
টুকটুক চলে ঘোড়া নিজস্ব গতিতে
লাগাম ধরে তার সারথি
সবটাই যেন সন্ধ্যা-আরতি।।