‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রেলের বেআইনি উচ্ছেদ রুখলেন যুবনেতা কৈলাস
নন্দীগ্রাম বারুদ
ইস, তোমাদের শরীরে
বড্ড বারুদের গন্ধ
তোমাদের চোখের তারায়
শকুনি মামা অন্ধ।।
তোমাদের দেহের দেওয়ালে
হায়নার উলঙ্গ দৃষ্টি
তোমাদের প্রতিটি চুলে
রক্ততেলের শুধু বৃষ্টি।।
তোমাদের পায়ে পদপিষ্ট
মা ও শিশুর হৃদয়
বন্দুকের নলের উচ্ছিষ্ট
মানুষের কঙ্কালে আশ্রয়।।
অদম্য তোমাদের রক্তপিয়াসে
রক্তের অকাল বোধন
মা-বোনেদের পবিত্র শরীরে
পাশবিকতার নিধন।।
কত টাকায় বিবেক বেচলে
কাকে করলে সন্তুষ্ট
ভুলে গেছো ঘরে মা আছে
সমাজের তোমরা উচ্ছিষ্ট।।
একবারও কি ভেবেছো খুনীরা
বারুদের গন্ধ বিষাক্ত
কখনও কি জিজ্ঞাসিছো নিজেকে
বন্দুকের গুলি রক্তাক্ত।।
দেখছো কি চেহারায় পচন
হৃদয়টায় তালাচাবি
অথবা চোখের তারায় নাচন
নিষ্ঠুরতার নাকছবি।।
ঠোঁটে তোমাদের জিঘাংসা প্রলয়
জিভে তোমাদের তেষ্টা!
থামতে তোমাদের ঝড়ের আলোয়
কবে? শেষ হবে এ প্রচেষ্টা॥