‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী
বোঝা
সবার কথাই ভেবে গেলাম
আমার কথা কেউ ভাবলো না
সবার বোঝা নিজে সামলালাম
এখন নিজেই নিজের বোঝা হলাম।।
সবারে দিলাম তৃষ্ণার জল
পেলাম না নিজে একটাও ফল
অন্তরে উরে দিলাম স্নেহ
পেলাম না স্নেহের কোন গেহ।।
অশ্রু নদীর স্রোতে আমি স্রোতস্বিনী
নিজস্ব কবিতায় আমি মন্দাকিনী
চিরদিন-চিরদিনই আমাকে বাঁধে
চিরাচরিত বোঝা আমার কাধে।।
সবার আকাঙ্ক্ষা মেটাতে আমি নিঃস্ব
আমার কপালে চিরকাল গ্রীষ্ম
এ পৃথিবী অনেকের স্বপ্নের দেশ
আমার জন্য রয়েছে ভিজে ধুলার আবেশ।।
সূর্যের আলোর ছটায় সবার জীবন ধন্য
চন্দ্রের অল্প ইশারায় আমি নগণ্য
সবার জন্য সমুদ্র – সমুদ্রের ভরা প্লাবন
আমি নদী-নালায় কর্দমাক্ত জীবন।।
সবার দুঃখে আমি শোকের ঝাড়বাতি
আমার জন্য হৃদয়ে তালা আর মোমবাতি
হয়ে গেলাম অনেকের হৃদয়ের অভিভাবক
নিজের বেলায় হৃদয়হীন এক মেষশাবক।।
সভ্যতার আলোকে সভ্য সংস্কৃতি সবার আপনজন
আমি সংস্কৃতি জানি না, অন্ধ রাতের আমি কু’জন
কুহু-কুহেলিকা, জাগে বকুল মল্লিকা কাঞ্চন
আমি ক্লান্তশ্রী রাত জাগা পাখি, তারার উপবন।।