‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ভ্যাটিকান
ভ্যাটিকান!
দেখলাম—এলাম—
সাক্ষী হলাম।
কিছুক্ষণ থাকলাম গণ জাগরণে
শ্রদ্ধাস্পদে—
মাদার মগ্নে।
সারা পৃথিবী একত্রিত
কত মানুষ,
কত দেশ,
কত পতাকা,
কত বেশ,
কত ভাষা,
কত জাতি,
মিলিত বর্ণ,
একটাই ধর্ম।
ভ্যাটিকান ভ্যাটিকান
একটাই পথ,
একই গতি,
একই মাটি,
শৃঙ্খলায় খাঁটি,
সবাই চলেছে নিজের মতো।
নেই দ্বন্দ্ব, নেই বিবাদ—
সর্বত্র সংগঠিত
মানব বন্ধন।
সবাই এলাম,
সবাই গেলাম,
কিছুক্ষণ একসাথে থাকলাম।
ওপরে বিস্তৃত আকাশ
সামনে প্রখর রৌদ্র
সূর্যদেবতার প্রত্যক্ষ সারা
তবু তো কেউ নয় দিশাহারা!
লক্ষ মনের মিলন,
সেবার বিকল্প
সেবাই হয়
দেখে গেলাম তার
এক নিদর্শন।