দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
২১শে জুলাই, রক্তে লেখা এক নাম
ভুলিনি আমরা, ভুলবো না কোনদিন
২১শে জুলাই বাংলার ইতিহাসে
রক্তঝরা একদিন।
পায়ে পায়ে পথ হেঁটে, বুক বেঁধে এসেছিল ওরা
জানতো না, এ আসাই ওদের শেষ আসা
ঘরে ফিরবে না আর কোনোদিনই তারা।
যাদের মনে ছিল প্রতিবাদ
অন্তরেতে ছিল ঘৃণা আর বিদ্বেষ
পুলিশের ক্রোধে আর আক্রোশে
যাদের ভবিষ্যৎ হল শেষ।
জানলো না যারা কি তাদের অপরাধ
কেন তাণ্ডব আর অমানিশার বিভীষিকায়
খুন করা হল গণতন্ত্রের বাঁধ।
ফিরবে না আর যারা কোনোদিন
যাদের রক্তে মিশে আছে মোদের রক্তের ঋণ
তাদের জন্য আজ আমাদের শপথ নেবার দিন।
ভুলবো না মোরা ভুলবো না
প্রতিরোধ মোদের থামবে না
প্রতিরোধের ভাষায় গর্জে উঠবে একদিন আকাশ বাতাস
ওই মহাকরণের অলিন্দে আজও আসল খুনীদের বাস
খুন করেও গর্ব করে যারা
বিচার হয় না যাদের
তাদের তরেই আমার লেখনী
সকলের দরবারে।
বামপন্থার নাম নিয়ে যারা করছে অত্যাচার
যাদের ঘরে জমা হয়ে আছে মৃত শহীদদের হাড়
তাদের তরে কে দেবে বিচার?
কে হবে আজ গণতন্ত্রের পাহারাদার?
অত্যাচারের, বন্দুকের গুলির একদিন হবে শেষ
সেদিন যেন আমরা না ভুলি শহিদদের
রক্তের রেশ।
যাবার আগেও বলে গেল যারা বন্দেমাতরম
এগিয়ে যাও বলে গেল যারা প্রাণ বাজি রেখে পণ
তাদের তরেই মোদের লড়াই
জীবনমরণ পণ
তাই তাদের তরেই করবো না মোরা
আত্মসমর্পণ
২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম
শহীদ স্মরণে রইলো মোদের
হাজার হাজার সেলাম।।

Latest article