‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আজ নবান্নে প্রস্তুতি বৈঠক
লড়াই
সিঙ্গুর-ভাঙর-নন্দীগ্রাম
মানুষের বাঁচাব সংগ্রাম।।
তোমার আমার জীবনপ্রাণ
আকাশ-বাতাসের ঐকতান।।
সিঙ্গুর তুমি শুরু করলে
নন্দীগ্রাম সাহস দেখালে
কত তাজা প্রাণ শেষ করলে
নন্দীগ্রাম রক্তে স্নান করলে।।
তবু কি লজ্জা হচ্ছে?
হুজুগ দিনে দিনে বাড়ছে
খামখেয়ালি রাজা হাসছে
উলঙ্গ মানুষ কাঁদছে।।
তুঘলকি সরকারের আচরণে
মানুষ মরছে জীবন যৌবনে
রাম-রহিমরা জীবন-মরণে
সংহতি সংগ্রাম অগ্নিবাণে।।
স্পর্ধার সীমা গগনচুম্বী
রাজা দেখাচ্ছেন হম্বিতম্বি
মুখোশ-মুখোশের বড় সম্বি
রক্ত পিপাসার বড় দম্ভি।।
বাঁধনহারা মানুষের জোট
খর্ব করবে শত্রু ঘোট
প্রমোটারদের রাজজোট
বলিহারি রাজনোট।
মানুষের রক্তে শিল্প গড়বে
শস্যখেত অঝোরে কাঁদবে
গ্রামের মানুষ সর্বস্বান্ত হবে
পৈশাচিক খেলায় কেন মাতবে?
বলতে পারো কবে থামবে?
কত দাম দিলে রেহাই দেবে?
জীবন-জীবিকা কোথায় যাবে?
কলির সম্রাট করে বুঝবে?
বন্ধ হোক সর্বনাশী খেলা
মিথ্যা ভাষণে সূর্যাস্তের বেলা
নাইবা দিলে আলোর খেলা
কেড়ো না জীবন-মরণ মালা।।