দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
প্রজাপতির সংসার
তরাই-ডুয়ার্স ভরে রয়েছে
প্রকৃতির বিচিত্র খেলা
রামধনু রঙের বাহারে দেখা যায়
প্রজাপতি সাথী তারে মেলা।
হরেক রকম-রুংসুরুল-সোনাখঞ্জর
অরুণ-জিজি-মেঘা
রুরু-চন্দ্রা-ফিকতন্দ্রা-চৈতক
খাগড়া-ছোরি-রঙে রসে রাখা।
বুটিখঞ্জর-চৈতক-জলঙ্গি
তিলসিঞ্জি ও জলপান্না,
নীল মৌরাস-তিতি মৌরান
প্রজাপতি বাহারে মেঘনা,
নীলাঞ্জির-বনকাশিম-আনতি
লালমল্লার-কুলকি-তুয়া
নির নিহার-রতম তিন্নি
সাজ সুন্দরে আহা।
তুরা-হিমলকুচি-ছিটমৌল
বিন্ডি কুশ-শেতলকুচি
আরো আছে রেশমরাজ-তুরান
শালি-তুরান ও বনরঞ্জি।
বিন্দিখয়ের-কালামাখি-আঁকন
জংলাবিরা-করঞ্জিয়া
ভল্লা-হলদিবাতাস-হরিণছড়া
সোনাল-সরিন সব পূজ্যায়া।
আলকুসুম-ধূলামঞ্জি-সুরমা
কুচিকঙ্কা হরতানি
বনকুচিলা-পিপুলকাখি সারিন
ঝিলম ও দুধজিরানি
বুটি রাংচিতি-চিতি সারেং
নীলঘুঙ্গি-ফিতে ফুলকি
ডহর লোচন-ডুরে রিমনি
বনকমলি-ঝালরের ভেলকি।।
বনমন্দিরের-বনবিতানের ভেলায়
প্রজাপতিদের সাজানো সংসার
যতই দেখি, ততই জানি,
শেষ হয় না সংখ্যাগোনার।
প্রকৃতির এই বিচিত্র মেলার
গাছের পাতার প্রজাপতি
রঙে-রঙে-রঙসমুদ্র
সুন্দরী-শাশ্বতী।।

Latest article