‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দেশজুড়ে অনিয়ন্ত্রিত কোচিং সেন্টার, লাগাম নেই সরকারের, সংসদে স্বীকার শিক্ষামন্ত্রকের
মা সর্বজনীন
একদিন তোমাকে দেখে
ঘুম ভাঙত সকালে
দুঃখ হলেই অশ্রু মুছতাম
তোমার শাড়ির আঁচলে।
তোমার থেকেই এক কাপ চা
দিনের হতো শুরু
বই-খাতা নিয়ে বিদ্যালয়ে
তুমিই ছিলে গুরু।
ফিরে এসেই কত আদর
খাবার রাখতে সামনে
বিকেল হলেই খেলাধুলা
তুমি রাখতে যতনে।
সন্ধ্যা হলেই শঙ্খ বাজানো
প্রদীপ জ্বালিয়ে আরতি
সকাল গড়িয়ে রাত্রি নামত
তুমিই ছিলে সুমতি।
নববর্ষের প্রথম দিনে
তোমার মুখ দেখে যাত্রা
শুভ ৺বিজয়ায় তোমার স্নেহ
পায়ের ধূলিমাখা বার্তা।
জ্বর হলে মাগো তুমিই পাশে
তোমার ছোঁয়ায় সুস্থ
মন খারাপ হলে তুমি সান্ত্বনা
সূর্যোদয় থেকে সূর্যাস্ত।
ভালো কাজে গেলে তোমার দর্শন
সর্ব দর্শনের বড় পাওনা
তোমার মুখেই স্বর্গশান্তি
তুমিই জীবনের প্রেরণা।
তুমি চলে গেছ
সব পড়ে আছে
সবকিছু থেকেও
সব চলে গেছে
আজ তুমি নেই
সব থেকেও নেই
মায়ের বিকল্প কখনো
না—কেউ—নেই।