দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ভূমিধসে মৃত অন্তত ১৪৩, জখম ২০০, বায়ু ও নৌসেনা নামল উদ্ধারকাজে

সূর্য

সূর্য তুমিও তো জানো
তোমাকে যেতে হবে একদিন
মৃত্যুর কোলে।

পৃথিবী যদি হয় শেষ
তবে তুমি কি থাকবে চিরদিন
যাবে রসাতলে।

পৃথিবীর জীবনপঞ্জী কতদিনের
প্রকৃতি কি কখনও চিরস্থায়ী
তবে তো বিরলে।

জন্ম ও মৃত্যু যদি হয় শেষ কথা
পৃথিবীর বুকেও হয় অনেক ব্যথা
অনল অনিলে।।

সবার শেষ আছে তুমি তো জানো,
তবে তুমি কি হবে অবিনশ্বর
পড়বে না ঢলে।

তোমার মা কে, আকাশ না পৃথিবী
তুমি তো নওকো এক ছবি
বিস্ময় আড়ালে

এ পৃথিবী যদি হয় যাওয়া আসার
তুমি নয়তো হার মানা হার
নয়ন সজলে

মাটির মানুষ আমরা তো ভাবি
তুমি সূর্য আকাশের বিস্ময়
ইতিহাস বানালে

আমরা চাই না তুমি চলে যাও
তোমার কিরণে সবারে জাগাও
জাগৃতির সকালে।

সূর্যাস্তের ছায়া বেণুবনের তলে
তনুমনপ্রাণে রেখো গো আগলে
বিজয়ী মালা গলে।

পৃথিবীকে তুমি সামলে রেখো গো
মনুষ্যত্বকে রেখো সর্বদা আগলে
যেও না পথ ভুলে

Latest article