দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

রুদ্রাক্ষ

ভাগ্যিস তুফানের উত্তাল ঢেউ
আমাকে আশ্রয় দিয়েছিল।
আমি তো ঝড়ের
উত্তাল ঢেউয়ে তরণী ভাসাই।
তোমার তরঙ্গের ফেনা হয়ে যায়,
আমার আবরণের আঁচল
তোমার কলরব নতুন শব্দে
তৈরি করো নতুন অব্দ।
ক্লান্ত হয়েও
কিন্তু আমার ঢেউ
ক্লান্ত হয় না।
আমি চৈত্রের বাতাসে কালবৈশাখীর ঝড়ে—
দারুচিনি বাঘিনি রূপের
রুক্ষ, রুদ্র-রুদ্রাণী,
ছিটকে ছিটকে ঝরনার ধারা বেয়ে
দুরন্ত পথে এগিয়ে যাই।
থমকে যায় জলোচ্ছ্বাস।
আঁধারকে তুরুপের তাস বানিয়ে
আমি ‘চন্দ্রতুর্য’ ঘড়ি তৈরি করে
এগিয়ে যাচ্ছি, গতি এগোয়
উন্মত্ত বেগে।
উল্লসিত চাঁদের কুয়াশা রাতে
খুঁজে বেড়াই মশালের আগুন,
সাহস খোঁজে আমাকে!
আমি আত্মপ্রত্যয়ের
বিস্ফোরক অগ্নি!
রৌদ্রদগ্ধ, রৌদ্র
এক ইচ্ছেদিঘি
সহিষ্ণু হয়েও
যন্ত্রণার ক্রুশ নিয়ে
সামলেছি প্রলয়, টর্নেডো,
ভগ্নভাষা অথবা
নগ্নভাষা
কাম্য নয়।
মন্বন্তরও? না,
ওটা অপব্যয়ী কল্পনা!
আমি বঙ্গোপসাগরের
উচ্ছ্বাস পিঞ্জর!
আমি আমলকী স্বপ্নের
এক-মুখী রুদ্রাক্ষ।

Latest article