দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-অখিলে ক্ষুব্ধ নেত্রী-অভিষেক, পদত্যাগ করুন : সুব্রত বক্সি

যায় আসে না

আমি তো সেরা বহুরঙিন আসবাব নই
আমি এক সামান্য মানুষ।
হতে চাই খুব সাধারণ
অতি সহজ সরল হীন-দীন।

সেরার সংজ্ঞা কি মুষ্টিবদ্ধ হাত
অথবা জৌলুস সাথ
আঁধার রাতেই স্বপ্ন জাগে
মানুষই সেরা ভবিষ্যৎ।

চাই না তো আমি প্রশংসা বাণী
অথবা লোকদেখানো প্রচারের ঢেলা
যতটুকু পারি ততটুকুই সম্পদ
বিশ্বাসযোগ্যতায় মন ভরা।

চাই না তো কোনও আত্মতুষ্টি
অথবা ক্ষমতার পুরস্কার
মানুষের বিশ্বাস-এর থেকে বড় পুণ্য
জীবনে নেইকো দরকার।

যতটুকু জীবনে প্রয়োজন
ঠিক ততটুকুই থাক আয়োজন
তার বেশি কী হবে মাগো
জীবন স্বল্পস্থায়ী বাতায়ন।

দু-মুঠো ভাত আর একটা আশ্রয়
এটুকুই জীবনের সাশ্রয়।
এর বেশি কী আর হবে?
তবে কেন ক্ষমতার প্রশ্রয়?

দু-মুঠো ভাতের দাম যারা দিলো না
যারা দিলো না বিশ্বাস-এর মর্যাদা
তাদের কাছে কিছু আশা করা
না হয় উচিত
অথবা মন খারাপ
করা সর্বদা।

নিজের কাজ নিজে করে যাও
কে কী বললো যায়-আসে না।
নিরপেক্ষতা আজ ব্যবসা ও ক্ষমতা
অর্থ ছাড়া ওটা বর্ষে না।

কোনও ব্যঙ্গ কুৎসাতে থেমো না
এগিয়ে যাও
পথ দেখাও
চলতে ভয় পেয়ো না।

Latest article