‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-জনতার দখলে গণভবন, সোমবার দিনভর তাণ্ডবের খণ্ডচিত্র
ছোট্ট মেয়ে
ছিল একটা ছোট্ট মেয়ে
জীবন শুরু সংগ্রাম দিয়ে
ছোটবেলায় অনেক বন্ধু ছিল
খেলনা নিয়েই দিন কাটছিল
হঠাৎ পড়লো খেলায় বাধা
কারণ জগৎটা একটা গোলোকধাঁধা।
স্বপ্ন ভেঙে চুরমার হল
সমস্ত দায়িত্ব কাঁধে চাপালো
শিশুমন গেল সংসারের টানে
পেল না দেখতে নিজের পানে
একটা করে বছর যায়
আর ঝড়ের মুখে পড়তে হয়।
একদিন এল কালবৈশাখী
ধুলোর ঝড়ে ভরল আঁখি
চোখের সামনে ভেঙে গেল বাসা
থাকলো না আর বাঁচার আশা।
তবুও আশায় বুকে বেঁধে নিয়ে
মেয়েটা চললো আঘাত পেরিয়ে
থামবে না সে থামবে না
কোন বাধাই সে মানবে না
একদিন সে উঠলো জ্বলে
মনের জোরে মনের বলে।
কিছু করে সে দেখাতে চায়
পথ গুনছে তার অপেক্ষায়
জানে না কখনও আসবে কী সেদিন
যেদিন মিটবে জীবনের ঋণ
মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন
আছে জন্ম আছে মরণ
মরণের তরে ভীত না হয়ে
একদিন সে বাধ ভাঙলো
যারা আঘাত আনতে চাইলো
তারাই সবাই মাথা নত হল।
ছোট্ট মেয়েটির বাঁচার স্বপ্ন
অনেকের মন করল ভগ্ন
কিন্তু তার আত্মশক্তি
তৈরি করল নূতন গতি
একদিন সে হারিয়ে যাবে
যাবার আগে ভাবিয়ে যাবে
একদিন যারা করেছিল তাকে লাঞ্ছনা
মৃত্যুর দুয়ারে সবাই কাঁদবে
এটাই তার সান্ত্বনা
তাকে কেউ ভুলবে না৷।